নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পর্যটকদের একটি গ্রুপ। এতে ৫ জন আহত হয়েছেন। তারা হলেন শাহাদাত হোসেন, আখতারুজ্জামান বাবু, মিহির হোসেন, রিফাত পিয়াস ও তানভীর হিরা। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. ঈসরাফিল মজুমদার বলেন, পতেঙ্গায় ঘোড়া মালিকের সঙ্গে পর্যটকদের সঙ্গে হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। ঘটনায় জতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। জানা গেছে, হামলার শিকার পর্যটকদের গ্রুপটি নোয়াখালীর। তারা মোট ৩৫ জন ছিলেন। সেখানের একজন ৫০ টাকার বিনিময়ে ঘোড়ায় উঠলেও তার কাছ থেকে ১০০ টাকা দাবি করা হয়। এই নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে ঘোড়ার মালিকসহ কয়েকজন মিলে গ্রুপটির ওপর হামলা করেন।