পতেঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

জাহাজে বাজার সরবরাহ নিয়ে দ্বন্দ্ব

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানার নেভাল চাইনিজ ঘাট এলাকায় স্থানীয় দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ৭ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জাহাজে বাজার সরবরাহকে কেন্দ্র করে স্থানীয় ইলিয়াস হোসেন ও বদি গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ জানান, জাহাজে বাজার কারা সরবরাহ করবে, তা নিয়ে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় রাত দশটা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। কোন আটকও নেই বলে জানান ওসি। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুই পক্ষের মারামারির ঘটনায় আহতদের হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে ২৪ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআমের নাম সূর্য ডিম
পরবর্তী নিবন্ধঢাকা-কক্সবাজার রেল প্রকল্প হচ্ছে সর্বোচ্চ ব্যয়ের