পটিয়ায় ৬ লাখ টাকার বাগদা চিংড়ির পোনা জব্দ

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল সরকার নিষিদ্ধ অবৈধ বাগদা চিংড়ির পোনা। কিন্ত গোপনে খবর পেয়ে পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকা থেকে ৩০টি ড্রাম ভর্তি ৬ লক্ষ টাকার এ বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ৩০টি প্ল্যাস্টিক ড্রামে ভর্তি করে বাগদা চিংড়ি পরিবহনকারী একটি ট্রাক চট্টগ্রামের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ মে) রাত ১১টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়ের পটিয়া ইন্দ্রপুল এলাকায় অবস্থান নেয় ভ্রাম্যমান আদালতের একটি টিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাগদা চিংড়ির ট্রাক আটক করা হয়। ট্রাকে ৩০টি ড্রামে ভর্তি প্রায় ৬ লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাগদা চিংড়ির পোনাসহ ৩০টি ড্রাম জব্দ করা হয় এবং মো: আলম নামের এক পোনা ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএলএনজি আমদানিতে কাতার-বাংলাদেশ দ্বিতীয় দীর্ঘমেয়াদী চুক্তি
পরবর্তী নিবন্ধদাম বাড়বে দেশে তৈরি মোবাইল ফোনের