দাম বাড়বে দেশে তৈরি মোবাইল ফোনের

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

দেশে তৈরি মোবাইল ফোনের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল জাতীয় সংসদে ২০২৩২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন তিনি। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। খবর বাংলানিউজের।

বাজেট বক্তৃতায় তিনি মোবাইল ফোনের উৎপাদক কর্তৃক স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) শূন্য শতাংশের পরিবর্তে ২ শতাংশ করার প্রস্তাব করেছেন। সংযোজন পর্যায়ে যথাক্রমে ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ এবং ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ মূসক আরোপপূর্বক প্রজ্ঞাপনের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এছাড়াও উল্লিখিত প্রজ্ঞাপনের কতিপয় শর্ত যৌক্তিককরণ ও নতুন শর্ত সংযোজনের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ৬ লাখ টাকার বাগদা চিংড়ির পোনা জব্দ
পরবর্তী নিবন্ধব্যাংক কর্মকর্তার যাবজ্জীবন, দুই ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে দণ্ড