পটিয়ায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৯:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পঞ্জির আওতায় পটিয়া উপজেলায় মাসব্যাপী (অনূর্ধ্ব-১৬) বালকদের ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ সম্প্রতি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ। ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উৎপল সরকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস নির্বাহী সদস্য মনোরঞ্জন দে, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল খালেক, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, চক্রশালা যুব নিশান ক্লাবের সভাপতি মফিজুর রহমান, খরনা ইউপি সদস্য মো. হাশেম, হারুনুর রশিদ, প্রশিক্ষণ ক্যাম্পের সমন্বয়কারী রাশেদুল ইসলাম, কৃতি ক্রিকেটার জয় দে, আজাদ ফারুকী ও সৌরভ ভট্টাচার্য্য প্রমুখ। কর্মসূচিতে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন তরুণ ক্রিকেটার অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর ব্রাহ্মণডেঙ্গা অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মরহুম বজল আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন