পটিয়ায় ইসলামী গণ পাঠাগার উদ্বোধন

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভা সুচক্রদন্ডীতে ইসলামী গণ পাঠাগার উদ্বোধন গত শুক্রবার পাঠাগারের উপদেষ্টা আহমদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পাঠাগারের পরিচালক মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় এতে
প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশিদ। উদ্বোধক ছিলেন ব্যাংকার মুহাম্মদ আমির হোসেন। প্রধান মেহমান ছিলেন হাবিব উল্লাহ মাস্টার। প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর মুহাম্মদ গোফরান রানা।
প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে গণ পাঠাগার ভূমিকা রাখবে। একটি পাঠাগার হল জ্ঞান অর্জনের বাতিঘর, পাঠাগারে বিভিন্ন বই পড়ে জনগণ নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এলাকায় এই ধরনের কর্মকান্ড সবার জন্য মাইল ফলক হয়ে থাকবে। এতে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, মুহাম্মদ শফিউল আলম, কাজী আবু মহসিন, মুহাম্মদ সাইফুল ইসলাম, সুলতান আহমদ মানিক, আহমদ কবির, আহামুদুর রহমান, আবদুল মাবুদ কাদেরী, মুহাম্মদ আরফাতুর রহমান, ইফতেখার হোসাইন মিশু, এ কে এম সেলিম খান মাস্টার, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ হাসমত আলী, মুহাম্মদ মনোয়ার হোসাইন আজাদ, মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী, মুহাম্মদ মনিরুল হাসান, মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ রিমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু সংকট নিরসনে জনগণকে সচেতন করতে হবে
পরবর্তী নিবন্ধমাহমুদা খাতুন