পটিয়ায় ইফতার মাহফিলে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের ইফতার মাহফিলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ভাটিখাইন ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইফতার মাহফিলে একপক্ষের ব্যানার ছিঁড়ে ফেলায় এই ঘটনার সূত্রপাত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ও ছাত্রলীগ কর্মী নুরুল আলম আহত হন। আহতরা পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে ভাটিখাইন ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম জানান, আ. লীগের নাম ব্যবহার করলেও স্থানীয় আ. লীগের কাউকে না জানিয়ে দলীয় নাম ব্যবহার করা ও ইফতার মাহফিলে হুইপ ও তাঁর পুত্রকে গালমন্দ করার বিষয়ে জানতে চাইলে তারা আমাদের উপর হামলা চালান। ইটপাটকেল ছোঁড়েন। অপরদিকে আ. লীগের অপর পক্ষের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, পুলিশের উপস্থিতিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলায় উপস্থিত জনগণ ইব্রাহিমকে ধাওয়া দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমরা জেলার অনুমতি নিয়ে এ ইফতার মাহফিল করছিলাম। তারপরও কয়েকজন মিলে ইফতার মাহফিল বন্ধ করতে চেয়েছিল।
জানা গেছে, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি সোমবার বিকেলে ভাটিখাইন ইউনিয়ন আ. লীগের একাংশ ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কেন্দ্রীয় দেশরত্ম পরিষদের সভাপতি মো. শাহাবুদ্দিন, দক্ষিণ জেলার সভাপতি মো. শাহজাহান চৌধুরী, সাইফুল ইসলাম, ভাটিখাইন ইউনিয়ন আ. লীগের একাংশের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
পটিয়া থানার এসআই মোহাম্মদ মোর্শেদ জানান, ইফতার মাহফিলে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে আমরা যাই।
একপক্ষ অপর পক্ষের ব্যানার ছিঁড়ে ফেলায় মারামারির সূত্র হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঈদ ছুটি ৩ দিনের বেশি নয়