পটিয়ার কচুয়াইয়ে তিল চাষে এগিয়ে এলেন স্থানীয় কৃষক

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় প্রথমবারের মত তিল চাষে এগিয়ে এলেন স্থানীয় কৃষক। উপজেলার কচুয়াই ইউনিয়নের উত্তর শ্রীমাই গ্রামে ১০০ শতক জায়গায় তিল চাষ করেন কৃষক মো. ওসমান গনি। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটিয়ার সহযোগিতায় এ তিল চাষ করা হয়।
গতকাল শুক্রবার এ তিল ক্ষেত পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটি এম সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আকতারুজ্জামান, পটিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্পনা রহমান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দীপন চৌধুরী, ফরিদ আহমদ, মোহাম্মদ আলী।
কৃষি অফিস সূত্রে জানাযায়, ১শ’ শতক জায়গায় তিল চাষে প্রায় ১৭ হাজার টাকা খরচ হয়। বর্তমানে তিলের তেল অত্যন্ত জনপ্রিয়। এখানে হেক্টর প্রতি ফলন ১.৩ টন। বর্তমানে প্রতি লিটার তিলের তেলের বাজার মূল্য আড়াই টাকা। কচুয়াই ইউনিয়ন ছাড়াও স্বপ্ল পরিসরে উপজেলার কেলিশহরে স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম, আহমদুর রহমান, মাহবুবুর রহমান ও শোভনদন্ডী ইউনিয়নে মো. রফিকুল ইসলাম ও মনসুর আলী প্রথমবারের মত তিল চাষে এগিয়ে এসেছেন।
কৃষক মো. ওসমান গনি জানান, পটিয়া উপজেলা কৃষি অফিসের সহায়তা নিয়ে প্রথমবারের মত ১শ শতক জায়গায় তিল চাষ করেছি। ফলনও অত্যন্ত ভাল হয়েছে। সরকারিভাবে সার বীজ ও কীটনাশক এবং পরামর্শ সহায়তা পেয়েছি। এখন বাজারে বিক্রি করতে পারলেই আগামীতে এসব চাষাবাদে উৎসাহ পাব।
পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান জানান, সরকার কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ বিষয়ে বেশ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা মাঠ পর্যায়ে কৃষকদের এসব চাষাবাদে উদ্বুদ্ধ করে তাদের সরকারী সুযোগ সুবিধা দিয়ে কৃষকদের চাষাবাদে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে মমতার আরবান জরিপ কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাজস্থলীতে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত