পটিয়ার ইন্দ্রপুল বাইপাস সড়কে যাত্রী ছাউনি চাই

| রবিবার , ৫ নভেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার অন্তর্গত ইন্দ্রপুল (চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক) বাইপাস বর্তমান সরকারের সাফল্যের একটি দৃশ্যমান যোগাযোগ মাধ্যম। এই ইন্দ্রপুলের ওপর দিয়ে দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার যাত্রী ও গাড়ি নিত্যদিনই চলাচল করে থাকে। কিন্তু দুঃখের বিষয়, ইন্দ্রপুলে কোনো যাত্রী ছাউনি না থাকায় প্রতিনিয়ত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে, প্রচণ্ড রোদ, ঝড়বৃষ্টি ও তুফানে যাত্রীসাধারণকে ইন্দ্রপুলের অদূরে গিয়ে দোকানপাট, মার্কেট ও কমিউনিটি সেন্টারের সামনে আশ্রয় নিয়ে এমন কি সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। ফলে যেকোনো সময় দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্দ্রপুলের উপযুক্ত স্থানে যাত্রী ছাউনী স্থাপন করা গেলে অচিরেই সর্বসাধারণ উপকৃত হবে। এবং সাধারণ মানুষ অন্ততপক্ষে গাড়ির জন্য যাত্রী ছাউনীতে অপেক্ষা করতে পারবে।

সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, পটিয়াবাসীর সীমাহীন দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত ইন্দ্রপুলের উপযুক্ত স্থানে (পূর্ব এবং পশ্চিম পাশে) যাত্রী ছাউনি স্থাপনের দাবি জানাচ্ছি।

মোহাম্মদ শাহজাহান

পটিয়া,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধভূপেন হাজারিকা : সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধরেস্তোরাঁর নিস্তব্ধ টেবিলে