পঞ্চকবির গানে আনন্দধ্বনি জাগাও গগনে

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

‘আনন্দধ্বনি জাগাও গগনে’ শীর্ষক পঞ্চকবির সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে অভ্যুদয় সংগীত অঙ্গন। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে পঞ্চকবির গানের আয়োজনটিতে সাম্যের জয়গান করা হয়। অতিথি ছিলেন চবি উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী, কবি জিললুর রহমান। স্বাগত বক্তব্য দেন, অভ্যুদয় সংগীত অঙ্গনের সভাপতি প্রদ্যুৎ মজুমদার।
পরে অভ্যুদয়ের শিল্পীরা পঞ্চকবি রবীন্দ্রনাথ, ডি এল রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদ ও কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করেন। অগ্নিশিখা এসো এসো, বেলা বয়ে যায়, আজি গাও মহাগীত, সে কেন দেখা দিলরে, মুরলী কাঁদে গানগুলো পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শব্দ সৈনিক কামাল লোহানী, শিল্পী সুব্রত বড়ুয়া রনি, শিল্পী মিতা হক, সংগঠক আবদুস সালাম আদু, কবি খালিদ আহসান ও কবি শাহীদ আনোয়ারকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের পঞ্চাশ বছরে ৫০ হলে ‘মিশন এক্সট্রিম’
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের উদ্বোধন