পকেটে চিরকুট রেখে পোশাক শ্রমিকের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানার কেইপিজেড ফ্যাক্টরির ভিতরে এক গার্মেন্টস কর্মী পকেটে চিরকুট রেখে আত্মহত্যা করেছে। জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে যেকোন সময়ে নগরীর ইপিজেড থানাধীন কর্ণফুলী ইপিজেডে ওয়ার্ল্ডেডি অ্যাপারেল নামক এক পোশাক কারখানার ভিতরে সজল কুমার দাস (৩৫) পকেটে হাতের লেখা চিরকুট রেখে আত্মহত্যা করে। তার গ্রামের বাড়ি পটুয়াখালী বরিশাল জেলায়। সে দীর্ঘ ৯ বছর যাবত ওই ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে কর্মরত ছিল।
জানা যায়,
প্রতিদিনের ন্যায় বিগত ১৭ তারিখও সজল কর্মস্তলে যোগ দিয়েছিল। কিন্ত অফিস ছুটির পর বাসায় ফিরে না গিয়ে ফ্যাক্টরিতে থেকে যায়। পরে সে তার স্ত্রী মন্দিরা দাশের সাথে যোগাযোগ করে বলে ‘আজ আমি বাসায় ফিরে যাবনা! চলে যাব না ফেরার দেশে’। পরদিন ১৮ তারিখ সকালে ফ্যাক্টরির কর্তব্যরত দারোয়ান অফিসের দ্বিতীয় তলায় গেলে সজল কুমারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ইপিজেড থানা পুলিশকে খবর দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড থানার এসআই সুজন বড়ুয়া বলেন, লাশটির সুরতহাল রিপোর্ট করে থানায় একটি নিয়মিত মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের পকেটে থাকা চিরকুট সম্পর্কে এসআই সুজন বড়ুয়া বলেন, তদন্তর স্বার্থে কিছু বলা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধপারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া
পরবর্তী নিবন্ধআগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন