নোঙর

ফারহানা আনন্দময়ী | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৬ পূর্বাহ্ণ

সহস্রবার ভেবেছি ঘর পালাবো
শতবার ভেবেছি অচেনা হোক এ চেনা শহর
কতবার ভেবেছি দ্বীপান্তরী হই
বারবার ভেবেছি আড়াল করে দাঁড়াক নিজস্ব ছায়া
শেষবার ভেবেছিলাম বরং হয়ে যাই
কাচবোতলের মাছ! উপেক্ষা করি সমুদ্রহাওয়া
মনটিকেট বাতিল হয় বুঝি
টিকেট বুকিং সেই কবেই দেয়া…
পা বাড়াতেই মিছুটান সব পিছুটান হয়
শীত-শীত কমলালেবু বারান্দা, বাঁক-নেয়া রোদ্দুর
পথ আগলে দাঁড়ায়
আনন্দের বিষাদ আর সুন্দরের শুশ্রূষা…

এখনো আলোর ছায়া এঁকে চলে কত মায়া!
আমার… আমার আর হয়ে ওঠে না যাওয়া
দূরযাত্রার ডাক দূরেই মেলায়
নোঙর তুলে নেয় জাহাজ… দ্বীপ অপেক্ষায় রয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিমান
পরবর্তী নিবন্ধস্বাধীন দেশে প্রথম একুশে ফেব্রুয়ারি এবং ‘শেষ থেকে শুরু’