নেতা

রেনু আহমেদ | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ আমার বাংলাদেশ

চুয়ান্ন বছরের স্বাধীন দেশ,

বীর মুক্তিযোদ্ধার স্বপ্নের দেশ

বাংলাদেশ আমার বাংলাদেশ।

যুদ্ধ করেছে

একটি পতাকার জন্য,

যুদ্ধ করেছে

মাবোনের নিরাপত্তার জন্য।

কৃষকের ঘরে সোনার ফসল

ভরিয়ে দেয়ার জন্য।

আদৌ কি পেরেছি আমরা?

মা কেন আজও

চোখের জল মুছেন আড়ালে?

বাবা কেন আজও কাঁদেন

বুক চাঁপড়ে নীরবে?

বোন কেন নিরাপত্তার অভাবে

সামলে রাখেন নিজেকে?

কোথায় স্বাধীন দেশ?

কোথায় বাক্যের স্বাধীনতা?

কোথায় কাজের স্বাধীনতা?

কে দেবে এত সব প্রশ্নের জবাব?

কেন এত এড়িয়ে যাওয়ার প্রবণতা?

আবার চাই এমন এক নেতা

যার এক আঙ্গুলের ঈশারায়

সকল জনগণ আসবে

এক ছাতার তলায়।

আবার আসুক এমন নেতা

সারা বিশ্ব কাঁপবে তার বার্তায়।

ঠিক এই রকমই

এক নেতা চাই,

যাকে জেলে রাখতে

পাকিস্তান সরকারের বুক

কেঁপেছিল ভয়ে।

যার গর্জনে রেসকোর্সের ময়দান

ভেসেছিল উত্তাল ঢেউয়ে।

রাজনীতি কোনো ছেলেখেলা নয়,

নয় কোনো যাতা।

সর্বগুণে গুনান্বিত,

চৌকষ, বিচক্ষণ

আর থাকবে মহানুভবতা,

আবার চাই এমন এক নেতা

এমন ব্যক্তিত্ববান নেতা।

পূর্ববর্তী নিবন্ধতুমি বাঙালির প্রেরণা, তুমিই স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধকীর্তি তোমার