নেকলেস

আমিনা বেগম রেবা | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

খুব ভালো নেই,

খুব কি ভালো নেই!

নাকি তুচ্ছাতিতুচ্ছ,

একদমই ভালো নেই জীবন!

জীবনের অলি গলিতে,

কোথাও নয়নতারা, গন্ধরাজের,

ছিঁটে ফোটা যে নেই,

তা নয়। তা তো নয়।

প্রায় ভালো নেই বোধ টা,

ছেঁকে ধরে কেন?

জেঁকে বসে কেন!

ধুক ধুক, ধুক পুক, ধুপ্‌ ধুপ!

আমি মানি না,

আমি ধুকপুক অগ্রাহ্য করি,

ধড়ফড়িয়ে শ্বাসকষ্টে নীল হওয়াকেও,

প্রবল অস্বীকার করি।

নাঙ্গা হৃদয়ের রক্তস্নান,

তাও, থোড়াই কেয়ার করি।

অত্যন্ত দৃঢ়তা ও জেদের সাথে,

আজও মনে করি,

চাঁদের রাতে, জাপানীজ কালচারাল প্রোগ্রামে,

ঝকমকে স্টোনের নেকলেস পরে বসে থাকা,

আমি সেই, লাবণ্য কন্যা আজও।

যে নেকলেসটি শুধু,

একটি রাতেই পরতে পেরেছিলাম আমি,

উজ্জ্বল প্রদীপকান্তি রাত ছিলো সেটি।

পূর্ববর্তী নিবন্ধধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে
পরবর্তী নিবন্ধঅতিথি পাখি