নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

সরকারি স্বাস্থ্য সেবা খাতে আরও তিন হাজার ৯৫৭ জন চিকিৎসক নিয়োগ পেয়েছেন; যারা ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের যোগ দিতে বলা হয়েছে। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সঙ্কট নিরসনে সরকার এ বিশেষ বিসিএসের মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে। খবর বিডিনিউজের।
লিখিত পরীক্ষা বাদ দিয়ে পিলিমিনারি ও মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিতদ চার হাজার জনকে সহকারী সার্জন হিসেবে নিয়োগে গত বছরের ৯ সেপ্টেম্বর সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পূর্ববর্তী নিবন্ধনগর স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়া কারাগারে
পরবর্তী নিবন্ধইয়াবা উদ্ধারের মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড