নিষ্কৃতি

ইউসুফ মুহম্মদ | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৯ পূর্বাহ্ণ

সুবাতাসে অভিমান চেপে অনুজীব চলে গেছে ভেবে
কোনো এক গায়ত্রীসন্ধ্যায় প্রার্থনার মত ডাকে
উত্তরের শীতক্লান্ত পাখি, পৌষের পূর্ণিমাধোয়া তারা।

আমাদের কুসুম পাড়ায় নবান্নের সুবাস তখন
নিস্তরঙ্গ ঘুমিয়ে পড়েছে।
উৎসবের মুখ ভার দেখে সারমেয় সকল
পুকুরের পাড়ে বসে উল্টোস্বরে গায়।

ওদের তাড়াতে গিয়ে গলির অপর প্রান্তে
আমার পথ রোধ করে অমাবশ্যা স্নাত কলিকাল–
রাবণের অণু অণু সেনা।
মা ওদের হাতে তুলে দিল নিজ প্রাণ—
আমাকে রক্ষার অনুনয় করতে করতে বিধ্বস্ত পাথর;
সন্মুখ সমরে আমিও প্রস্তুত।
সূর্যস্নান শেষে আগুনের জামা পরে চরক এলেন,
পারদ নেমেছে মর্মবেদনায়, ধীরে ধীরে থেমে যায়
পাতার ক্রন্দন; বেদনার স্বর।

পূর্ববর্তী নিবন্ধবর্ণমালার মাঠে
পরবর্তী নিবন্ধস্বপ্নের মাঝে আর স্বপ্ন নেই