নিশ্চুপ নালিশ

মাহমুদা মৌ | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

তোর ওই নিশ্চুপ নালিশ
আমার ভেতরে তুমুল ঝড় তোলে
কান্নার করুণ সুরে ঘুমন্ত রাতও জেগে ওঠে!
অস্থিরতার বিছানায় এপাশ ওপাশ করি
ঠোঁট নেড়ে নিজের সাথে নিজেই কথা বলি,
তোলপাড় করা অভিমানের ঢেউয়ে যখন
ক্লান্ত হয়ে পড়ি তখন শব্দের পর শব্দ
সাজিয়ে কষ্টের কবিতা লিখি।
রাত্রির গভীরতায় ঝিঁ ঝিঁ পোকারা
যখন দলবেঁধে আসে
অন্ধকারে তোর ছায়া দেখি
তোর মাঝে খুঁজে ফিরি মায়াবী ছোঁয়া
নীরবতা ভেঙে অভিমানকে ছুঁড়ে ফেলে
পাল্টে ফেলি মন খারাপের দৃশ্যাবলি,
কাগজে কলমে কাটাকুটি করে
সুখ স্বপ্নের দৃশ্য আঁকি!
শিরোনাম লিখতে যেয়ে তোর
উথাল-পাতাল কথায়
লাজ-লজ্জা ভুলে মন জানালায়
তোর নীরব স্পর্শে ভুল করে
তোর নাম লিখি!

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার অস্পষ্টতা
পরবর্তী নিবন্ধকথার কথা