ভালোবাসার অস্পষ্টতা

রিফাত ফাতিমা তানসি | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

এই, তুমি কি আমার জোনাকিপোকা হবে?
তবে তোমার সেই টিপটিপ মৃদু আলোতে
আমি কপালে লালসিঁদূর টিপ পরব!

তুমি আমার শোবার ঘরের বালিশ হবে?
তবে সেখানে মাথাটা এলিয়ে দিয়ে
আমি নিশ্চিন্তে স্বপ্নের দেশে ঘুরে বেড়াব!

তুমি আমার চোখের কাজল হবে গো?
যে কাজল চোখে ছোঁয়াতেই আমি
হয়ে উঠব শান্ত স্নিগ্ধ মায়াবতীটি!

তুমি কি আমার মনের কল্পনাগুলো
লেখার রসদ রোজনামচা হবে?
তবে তোমার মাঝেই আমি আগডুম-বাগডুম
সমস্ত আবেগগুলোর প্রলেপ বুলাতে থাকব,
সমস্ত রঙধনুর মাধ্যমে!

কিন্তু তুমি কি শেষপর্যন্ত
আমার আর কিছুই হলে?
হলে না তো!
আমাকেই তো মুছে দিলে
তোমার ভালোবাসার সিলেবাস থেকে!
সব কিছু শুধু বায়বীয় উষ্ণতায় হারিয়ে গেল
পথ থেকে পথে!
রাত থেকে রাতে!

পূর্ববর্তী নিবন্ধএকটি অমাবস্যার জন্য
পরবর্তী নিবন্ধনিশ্চুপ নালিশ