নিলামে উঠছে ম্যান্ডেলার কারাকক্ষের চাবি সরকারের আপত্তি

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:২০ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনের অদূরেই রোবেন দ্বীপ। এ দ্বীপেই ২৭ বছরের কারাজীবনের মধ্যে ১৮ বছর কাটিয়েছেন বর্ণবাদ-বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। জেলখানায় তার সেই ঐতিহাসিক কারাকক্ষের চাবি এখন নিলামে উঠছে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার নিলাম বন্ধের দাবি জানিয়েছে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের গুয়ার্নসে নিলাম হাউজ জানুয়ারিতে চাবিটি নিলাম করতে চলেছে। যে ব্যক্তি চাবিটি বিক্রি করছেন, তিনি হলেন ক্রিস্টো ব্র্যান্ড। তিনি ওই কারাগারের প্রহরী ছিলেন। কারারক্ষীর দায়িত্বে থাকা ক্রিস্টো ব্র্যান্ড পরে হয়ে উঠেছিলেন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধুও। গুয়ার্নসে নিলাম হাউজ বলেছে, ম্যান্ডেলার সমাধিস্থলের চারপাশে একটি স্মৃতি উদ্যান ও জাদুঘর নির্মাণের তহবিল সংগ্রহের জন্য তারা ২৮ জানুয়ারিতে নিলামের আয়োজন করেছে।
তবে ম্যান্ডেলার কারাকক্ষের চাবিই শুধু নয়, তার ব্যবহার করা বাইসাইকেল, চিত্রকর্ম দ্য লাইটহাউস এমনকী তার ব্যবহৃত টেনিস খেলার সামগ্রীও নিলামে তোলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমুরগি আগে না ডিম, মিলল উত্তর
পরবর্তী নিবন্ধদেয়া যাবে সুনামির পূর্বাভাস!