মুরগি আগে না ডিম, মিলল উত্তর

আজাদী ডেস্ক | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

মুরগি আগে না ডিম আগে? যুগ যুগ ধরে চলছে এই তর্ক। কিন্তু কোনটি আগে তা নিয়ে সন্দেহ থেকে গেছে। একটা অংশের দাবি, মুরগি আগে এসেছে। আরেক অংশ বলেন, ডিম আগে। আসলে কোনটি আগে? এ নিয়ে গবেষণা চলছে বছরের পর বছর ধরে। সমপ্রতি সেই রহস্যের সমাধান করেছেন এক দল গবেষক। তাদের দাবি, ডিম নয়, মুরগিই আগে। সেটা প্রমাণসহ প্রকাশ্যে এনেছেন তারা। ব্রিটেনের শেফিল্ড ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। দীর্ঘ দিন ধরে গবেষণা চালানোর পর সেই ধাঁধার উত্তর খুঁজে পেয়েছেন তারা। তাদের দাবি, ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে তাতে ওভোক্লিডিন (ওসি-১৭) নামে প্রোটিন থাকে। ডিমের সৃষ্টিতে এই প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ওভোক্লিডিন প্রোটিন মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়। গবেষকদের দাবি, এর থেকে প্রমাণিত, প্রথমে মুরগি এসেছে। তারপর তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে। সেই প্রোটিন থেকেই ডিমের সৃষ্টি। কিন্তু মুরগি পৃথিবীতে প্রথম কীভাবে এল তার জবাব দিতে পারেননি গবেষকরা।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস্‌ ক্লাবে বড়দিন উদ্‌যাপন
পরবর্তী নিবন্ধনিলামে উঠছে ম্যান্ডেলার কারাকক্ষের চাবি সরকারের আপত্তি