নির্মাণসামগ্রীর মূল্য কমানোর দাবি

ঠিকাদার সমিতির মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

সকল প্রকার নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা ঠিকাদার সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করেন ঠিকাদার সমিতি। নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ নির্মাণসামগ্রীর মূল্য নাগালের মধ্যে নিয়ে আসার দাবিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শফিকুল কাদের। বক্তব্য রাখেন উপদেষ্টা জামাল উদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান, সরওয়ার ওসমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কাজল, কাউছার উদ্দিন কছির, নজরুল ইসলাম টিটু, কামাল হোসেন, ফরিদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ নারী ব্যক্তিত্ব ও ১০ পেশাজীবী নারীকে সম্মাননা
পরবর্তী নিবন্ধমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টলে কুইজ প্রতিযোগিতা