নির্বাচনী সহিংসতা রোধে ডবলমুরিং থানা পুলিশের মাইকিং

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

ওসি মোহাম্মদ মহসীন কোতোয়ালী থানা থেকে ডবলমুরিং থানায় বদলি হওয়ার একদিন পরেই এলাকায় মাইকিং করেন নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে। তিনি বলেন, নির্বাচন কিংবা নির্বাচন পরবর্তী যেকোন সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। এখন সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামীতে কাজে তার প্রমাণ দেয়া হবে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, নির্বাচন নিয়ে আমরা আর কোন অনাকাঙ্খিত ঘটনা চাই না। সহিংসতা সৃষ্টির চেষ্টাকারীদের একটা ম্যাসেজ দিয়েছি। পাশাপাশি প্রার্থীদের সাথেও আলোচনা করে নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য আহ্বান জানিয়েছি। গতকাল ডবলমুরিং জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এই মাইকিং করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায়ও তল্লাশি চালানো হয়। এসময় সহকারী কমিশনার শ্রীমা চাকমা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ১২ জানুয়ারি নগরীর পাঠানটুলিতে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়। সেই মৃত্যু নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। এঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বদলি করা হয় ডবলমুরিং থানার পূর্বেকার ওসিকে।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ
পরবর্তী নিবন্ধফিনলে মুরিদ আভেস্তায় সেলস কার্নিভ্যাল