কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৭ জানুয়ারি। জমে উঠেছে কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা। দিন-রাত গণসংযোগে ব্যস্ত তারা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জাহাঙ্গীর আলম দুলাল, ১৩ নং ওয়ার্ড : ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেছেন, নির্বাচিত হলে পরিষ্কার-পরিচ্ছন্ন মশামুক্ত ১টি গ্রীন-ক্লীন ওয়ার্ড গড়ে তুলবো। দুলাল গণসংযোগ ও পথসভায় ধানের শীষ-ঘুড়ি মার্কায় ভোট চান। গণসংযোগে প্রধান অতিথি ছিলেন এসকে খোদা তোতন, বিশেষ অতিথি শফিকুর রহমান স্বপন, আহমেদ মুনীর চৌধুরী শামীম, আমান উল্লাহ আমান, মো. হেলাল হোসেন, মো. সাহাবুল ইসলাম বাচ্চু, মো. শাহাজাহান মিন্টু, গোলাম সরোয়ার, হালিম উদ্দিন গুড্ডু, শাহজালাল পলাশ, মনোয়ার হোসেন মানিক, আব্দুল আওয়াল টিপু, গুলজার হোসেন মিন্টু, আব্দুল করিম, মোহাম্মদ মিল্টন, দেলোয়ার হোসেন, নুর আলম, লুৎফর রহমান জুয়েল, মো. কামাল, জসিম, শাহ আলম, সিরাজ, আবু ভান্ডারী, মো. মিজান, নূর হোসেন, হোসেন, সুমন, লিটন, আব্দুর রহমান, জাবেদ, কাউসার বাবু, হাসান খান, আশিক, রবিউল ইসলাম, আলম, মোবারক হোসেন, ফারহান, জজ মিয়া, মামুন পাটোয়ারী নিরব, জুয়েল, ওয়াদুদ হক, আনু, সোহাগ হোসেন, শামসুদ্দিন শামসু, আরিফুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

জহুরুল আলম জসিম, ৯ নং ওয়ার্ড : নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থনে দিনব্যাপী নির্বাচনী এলাকা নেছারিয়া, নোয়া পাড়া, সিডিএ মার্কেট, দুলালাবাদ, ইসলামপুর কলোনিতে গণসংযোগ চালানো হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগকালে কাউন্সিল প্রার্থী সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষে নান্দনিক চট্টগ্রাম গড়তে ও নগরবাসীর র্অধিকার নিশ্চিতকরণ, গ্রীন ও ক্লিন সিটিকে আরও অগ্রসর করতে এবং উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী ২৭ জানুয়ারি মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে আমাকে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিন।

জহর লাল হাজারী, ৩২ নং ওয়ার্ড : ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ (ইউনিট-২) আমানত শাহ, বদর শাহ ও বদর পাতি অংশের নির্বাচন পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী। বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, সহ সভাপতি এস এম আলমগীর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শাহ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নওশেদ আলী খান, ওমর ফারুক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি আজম খান, নুর আলম নুরু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আবুল হাশেম, ২৬ নং ওয়ার্ড : বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাতের ধানের শীষ ও নিজ প্রতীক লাটিমের সমর্থনে গণসংযোগ করেছেন ২৬ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী আবুল হাশেম। গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ইলিয়াছ চৌধুরী, ইসলাম, পারভেজ আলম, তসলিম, তৈয়ব, সাহাবুউদ্দীন, রিপন, আশরাফ, বাবর, রুবেল, সুজন, সিরাজ, ওয়াহিদ প্রমুখ।

নুরুল আবছার, ৪১ নং ওয়ার্ড : ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আবছার ধানের শীষ, মিষ্টি কুমড়া ও আনারস প্রতীকের সমর্থনে ডেইল পাড়ার কর্মী-সমর্থকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সকল কর্মী-সমর্থকদের একযোগে ধানের শীষ, মিষ্টি কুমড়া ও আনারস প্রতীকের জয়ের জন্য কাজ করার উদাত্ত আহবান জানান। তিনি মা-বোনদের সাথে নিয়ে ২৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রদান করেন। এর আগে তিনি সকালে এলাকার বিভিন্ন অলি-গলিতে গণসংযোগ করেন।

সাহেদ ইকবাল বাবু, ২ নং ওয়ার্ড : নৌকা ও ঝুড়ি প্রতীকের সমর্থনে ২নং জালালাবাদ ওয়ার্ডের বালুছড়ায় গণসংযোগ করেছেন সাহেদ ইকবাল বাবু। প্রচারণায় উপস্থিত ছিলেন হাজী এয়ার মোহাম্মদ, হাজী মোহাম্মদ ইউছুপ, আব্দুস ছালাম, দোস্ত মোহাম্মদ, আব্দুল মোনাফ, বাহার আলম, শাহাদাত করিম, মো. বাবলু, জয়নাল আবেদীন এপু, মো. আলমগীর, আব্দুল কাদের, সাহেদ আলম প্রমুখ। এসময় সাহেদ ইকবাল বাবু বলেন, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব জালালাবাদ গঠনে নৌকা ও ঝুড়ি মার্কায় ভোট দিবেন।

হাসান মুরাদ বিপ্লব, ৩৩নং ওয়ার্ড : সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের শিববাড়ী লেইনে ব্যাপক গণসংযোগ করেছেন। বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক শাহাদাত হোসেন, মো. নাছির, খোরশেদ আলম রহমান, তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, ওসমান গনি মানিক, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, ওসমান গনি বাপ্পী, আবদুল মতিন, শাহদাত হোসেন, হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল, জাহাঙ্গীর মো. মাসুম, সরওয়ার সরকার, রাশেদ জয়, মো. নিয়াজ, মো. রুবেল, আক্তার মিয়া, মো. রাশেদ, আলাউদ্দিন বাপ্পী, ইয়াসিন সুমন, রমজান, মিনারুল ইসলাম মিনু, মিজানুর রহমান জসীম, জমির উদ্দিন পারভেজ, নুরুল আজিম, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, শফিউল আজম জনি, আজম, নজরুল, জাহাঙ্গীর জাবেদ, আবুল কালাম, অনিন্দ্য দেব, রায়হান মাহমুদ, সুফি রিজভী, সুলতান সম্রাট, মো. নাবেদ, আবু তৈয়ব মিজান, মো. ইশতিয়াক আহমেদ প্রমুখ। গণসংযোগকালে তিনি বলেন, এলাকায় হতদরিদ্র ও অসচ্ছল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে চসিকের সহযোগিতায় পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। বয়স্ক, শিশু সব বয়সী মানুষেরা সেখানে সেবা পাবে।

মাহামুদুর রহমান, ১৩ নং ওয়ার্ড : ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের রেডিও প্রতীকের কাউন্সিলর প্রার্থী মাহামুদুর রহমান গতকাল বুধবার সেগুনবাগান এলাকায় গণসংযোগ পরিচালনা করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে সকলের সুখ দুঃখের কথা শুনেন এবং তাদের সমস্যাগুলো অনুধাবন করেন। তিনি বলেন, এই এলাকায় নিন্মবিত্ত মানুষের বসবাস। এখানকার মানুষ ঘর ভাঙার আতঙ্কে দিন যাপন করছে। তিনি কথা দেন প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে বস্তি উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করবেন।

শৈবাল দাশ সুমন, ২১ নং ওয়ার্ড : নৌকা এবং ঠেলাগাড়ি প্রতীকের প্রচারণায় এলাকাবাসীর আশীর্বাদ এবং ভোট চেয়ে ২১নং জামালখান ওয়ার্ডের বিভিন্ন কলোনিতে গণসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন।

ওয়াসিম, ১৩ নং ওয়ার্ড : চসিক নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী গতকাল নগরীর ১৩নং ওয়ার্ডের আমবাগান, রেলওয়ে কলোনি সহ বেশকিছু এএলাকায় গণসংযোগ করেছেন। এসময় ওয়াসিম উদ্দিন চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নৌকা এবং আমার প্রতীক লাটিম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে এলাকার উন্নয়ন হবে। আমি নির্বাচিত হলে এলাকার তরুণদের জন্য কাজ করবো। শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে দেবো। তরুণদের খেলাধুলার ব্যবস্থা করবো। পুরো এলাকাকে মাদকমুক্ত করবো।

আলমগীর হাসান, ৪১ নং ওয়ার্ড : চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা ও কাউন্সিলর প্রার্থী আলমগীর হাসানের ব্যাডমিন্টন প্রতীকের সমর্থনে এক উঠান বৈঠক গত সোমবার দক্ষিণ পতেঙ্গার ওয়াইজ মো. চৌধুরী পাড়ায় অনুষ্ঠিত হয়। পতেঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মো. আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর হাসান। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবদুল্লাহ, ৪১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ খোকন, মহিলা আ.লীগ নেতা ফারজানা, পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা সাজিব, সাগর খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পতেঙ্গা থানার সভাপতি সেলিম মাস্টার, নির্বাহী সদস্য আরিফুল আলম সম্রাট, মো. নাছির প্রমুখ। সভায় কাউন্সিলর প্রার্থী আলমগীর হাসান বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নির্বাচিত হলে মাইজপাড়ার নির্ধারিত কাউন্সিলর কার্যালয়ে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজনে টাবু টাঙিয়ে সেখানে বসার ব্যবস্থা করবো।

আনিসুর রহমান, ৪ নং ওয়ার্ড : চসিক নির্বাচনে চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান এলাকায় গতকাল ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তিনি নৌকা ও রেডিও প্রতীকে ভোট চেয়ে আগামীর পরিকল্পনা ও প্রতিশ্রুতি ভোটারদের মাঝে তুলে ধরেন। চান্দগাঁও ওয়ার্ডে ফরিদের পাড়ায় ডোর টু ডোর গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাধা রাণী দেবী : ২৫ নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ১১, ২৫ ও ২৬নং (দক্ষিণ কাট্টলী-রামপুর-উত্তর হালিশহর) ওয়ার্ডের সংরক্ষিত-১০ আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রাধা রানী দেবী। গত ১৯ জানুয়ারি রামপুর ওয়ার্ডের আমতল, ফকির গল্লি, কেতুরা মসজিদ, ধোপাপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস হুদা চৌধুরী, মিজানুর রহমান কাজল, এম.এ নেওয়াজ, এরশাদ হোসেন, মানিক চন্দ্র নাথ, মাজহারুল আমিন জামশেদ, মো. আলভিরাস শিশু ও লাকী দেবী।

পূর্ববর্তী নিবন্ধরেজাউলের সমর্থনে প্রচারণা
পরবর্তী নিবন্ধনির্বাচনী সহিংসতা রোধে ডবলমুরিং থানা পুলিশের মাইকিং