নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান

ঐক্য পরিষদের সমাবেশ ২২ অক্টোবর সারা দেশে গণঅনশন

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

একাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকারি দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত সংখ্যালঘু স্বার্থবান্ধব সকল প্রতিশ্রুতি আগামী এক বছরের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্যে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল চেরাগী পাহাড় চত্বরে ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া সংখ্যালঘুদের কাছে আর কোনো বিকল্প থাকবে না। তিনি আগামী ২২ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা গণঅনশনের কর্মসূচি ঘোষণা করেন।

রানা দাশগুপ্ত বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় স্ব স্ব ধর্মের মতো অন্য সকল ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। এখনো তারা মাজারে, উপাসনালয়ে মানত দেয়, প্রার্থনা করে। সংখ্যালঘু নারীরা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় শ্রদ্ধায় মাথায় কাপড় দেয়। অথচ পাকিস্তান আমলে নয়, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকে একটানা অদ্যাবধি ধর্ম অবমাননার মিথ্যা জিগির তুলে ধর্মীয় বিদ্বেষমূলক সাম্প্রদায়িক অপপ্রচার চালিয়ে সংখ্যালঘু শিক্ষকসহ তাদের মন্দির উপাসনালয়, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট অব্যাহত রেখেছে। এর মধ্য দিয়ে সংখ্যালঘু জনগণের মাঝে ভীতির সঞ্চার করেছে ও তাদের ভবিষ্যৎ শান্তিপূর্ণ জীবনকে অনিশ্চিত করে তুলেছে।

সরকার, সকল রাজনৈতিক দল, শ্রদ্ধেয় আলেম ওলেমা সমাজের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, আসুন সংখ্যালঘুদের জান-মাল রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে এবং মিথ্যাচার ও অপপ্রচার চালিত সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করতে যারা তৎপর তাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য সরকার, প্রশাসন ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী। মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, আবৃত্তিকার রাশেদ হাসান, ড. জিনবোধি ভিক্ষু, উত্তর জেলার সভাপতি ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, প্রভু চিন্ময় ব্রহ্মচারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, নিলু নাগ ও রুমকি সেনগুপ্তা, লায়ন শংকর সেনগুপ্ত, অনিল বিকাশ চাকমা, অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী, জন অর্পন সমাদ্দার, মতিলাল দেওয়ানজী, সুমন কান্তি দে, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, বিজয় কৃষ্ণ দাশ, অধ্যাপক শিপুল দে, সিজার বড়ুয়া, রিমন মুহুরী, প্রদীপ দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন তামিম
পরবর্তী নিবন্ধওমান একেএমবি কেন্দ্রীয় পরিষদের ঈদ পুনর্মিলনী