নির্বাচনী প্রচারণা

আজাদী ডেস্ক | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ শুরু হয়েছে। এতে প্রার্থীরা দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কাউন্সিলর প্রার্থী জসিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াছ খানের সভাপতিত্বে শামীম আহম্মেদ সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর প্রার্থী ইব্রাহীমের গণসংযোগ : জালালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. ইব্রাহীম গতকাল জুমার নামাজ শেষে আল্লামা ইমাম হাশেমী (রা.) মাজার, হযরত খলিল শাহ (রা.) মাজার এবং মা বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। বিকাল ৫টায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নৌকার মার্কার জন্য জালালাবাদের নতুন পাড়ায় ইব্রাহীম কটন মিল থেকে বালুছরা, বটতল এবং অঙিজেন পর্যন্ত একযোগে গণসংযোগ করেন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মেয়র প্রার্থী ওয়াহেদ মুরাদের গণসংযোগ : চসিক নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ গতকাল শনিবার কাস্টমস, সিমেন্ট ক্রসিং, ফকিরহাট, লোহারপুল, সল্টগোলা ও ৩নং জেটি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন-নগর ইসলামিক ফ্রন্টের সহ সভাপতি আলম রাজু, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, ডা. হাসমত আলী তাহেরী, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মহিউদ্দীন, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, আবু ছাদেক, মোহাম্মদ অদুত, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ সুমন, মোহাম্মদ দিদারুল আলম, কাউসারুল আলম সোহেল প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া কাউন্সিলর স্বতন্ত্র পদপ্রার্থী এস এম দিদারুল আলম ‘লাটিম’ মার্কায় নির্বাচনী গনসংযোগ শুরু করেছেন। গতকাল ৯ জানুয়ারি দক্ষিণ বাকলিয়া চর চাক্তাই আবদুল কাদের জিলানী জামে মসজিদে যোহরের নামায শেষে মুরব্বীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি গণসংযোগ শুরু করেন। তিনি বলেন এই এলাকায় মাদকের প্রভাব ও বেশি। তিনি ২৭ জানুয়ারী চসিক নির্বাচনে ‘লাটিম’ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম চৌধুরী, আব্দুল মোবিন সওদাগর, হানিফ সওদাগর, আব্দুল্লাহ আল মামুন, সোহেল, মনু মিয়া, রতন চক্রবর্তী, সাথী কুমার, দিলীপ বড়ুয়া, আকাশ আহমেদ, সৈয়দ মাশিয়াত আশরাফী, রুবিনা পারভিন প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী এম গাজী শফিউল আজিম : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী এম গাজী শফিউল আজিমের ঘুড়ি মার্কা সমর্থনে গণসংযোগ ও সভা ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত কাউন্সিলর প্রার্থী গাজী শফিউল আজিম তৃণমূলের প্রার্থী। উনাকে কাউন্সিলর নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন এম এ মন্নান চৌধুরী, মো. সামশুল আলম শমসু, আব্দুর রহমান, শফিউল আলম বাবুল, এম এ মালেক, জাকির হোসেন, মো. মহসিন, মশফিকুর রহমান, মো. ইসমাইল, মো. মহিউদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, মো. কামাল হোসেন আরজু, জয়নাল আবেদীন, গাজী সাহেদ, টুটুল করণ, মমিনুল হক, মাশরুখ চৌধুরী।
কাউন্সিলর প্রার্থী শহিদুল আলম : চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের ২৭ জানুয়ারির নির্বাচনে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম প্রচারণা শুরুর প্রথম দিন গত ৮ জানুয়ারি ওয়ার্ডের খাজা রোড, আব্দুর রহমান সড়ক, আফগান মসজিদ এলাকা, শান্তি নগর বগার বিল, লম্বা কলোনি এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে খাজা রোড এলাকায় এক পথসভা ইউনূছ কোম্পানীর সভাপতিত্বে ও রাশেদ কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাহাবুদ্দিন আহমদ চৌধুরী, আলী নেওয়াজ, মোহাম্মদ মুসা, মাসুদ করিম টিটু, মোস্তফা নাজিম পাশা, এরশাদ হোসেন সাদী, সরওয়ার আলম, মুজিবুর রহমান, কামাল আহমদ।
কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন: ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চসিক নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মো. নুরুল আমিনের সভাপতিত্বে সরাইপাড়া প্রাণহরি দাশ রোডে নুরুল আমিনের নির্বাচনি অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেনে এরশাদুল আমিন, এম শওকত আলী, এ.বি.এম লুৎফুল হক খুশী, এড. আরশাদ হোসেন, ডা. মো. নুরুল ইসলাম, মো. আমিনুল হক সও, মো. ইসলাম খান, মো. আবু সৈয়দ খান, সালাউদ্দিন কামরুল, আলমগীর আলম, মুজিবুর রহমান, সেলিম সও. ফোরকানুল আলম রানা, শেখ রাজিব আহম্মেদ, আব্দুল মান্নান, সাইফুল হাবিব, জাহাংগীর বেগ, হোসেন আহমেদ কিরণ, শাহাদাত উল্যাহ নওশাদ, আ্‌জাদ হোসেন, মো. আশরাফ, মো. আলমগীর, ইব্রাহিম রিফাত, ফারুক মিয়া টিটু, মো. জসিম, মো. মাসুদ মিয়া, জহিরুল ইসলাম, মো. নেওয়াজ প্রমুখ। পরে মোনাজাতের মাধ্যমে নির্বাচনি অফিস উদ্বোধন করা হয়।
কাউন্সিলর প্রার্থী লায়ন এম আশরাফুল : আসন্ন চসিক নির্বাচনে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে গতকাল শনিবার রাহাত্তারপুল এলাকায় গণসংযোগ করেছেন দলীয় কাউন্সিলর প্রার্থী লায়ন এম আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বিভিন্ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে এক পথসভায় বক্তারা বলেন, ৬নং পূূর্ব ষোলশহর ওয়ার্ডকে একটি আলোকিত ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়তে, উন্নয়ন কাজের ধারাবাহিকতা, চলমান উন্নয়ন সচল রাখার লক্ষ্যে ওয়ার্ড বাসির সার্বিক সহযোগিতা প্রয়োজন।
কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত বেলাল: আওয়ামী লীগ মনোনীত ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলালের ঘুড়ি মার্কায় নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে এক মিলাদ মাহফিল শেষে কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত বেলালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব ছিদ্দিক আহমদ, শেখ দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন হাজারী, আবুল কালাম, প্রফেসর একরামুল হক শামীম, জি এম ফারুক, আবু সায়েদ সুমন, সুরথ কুমার চৌধুরী, ডা. আবুল খায়ের, ইকবাল হোসেন হিরণ, দেলোয়ার হোসেন দেলু, শওকত হোসেন, আবু কাওসার, হাবিবুল আলম পিয়ার, মো. সেলিম, জাহাঙ্গীর আলমী প্রমুখ।
কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সালাহউদ্দিন ও মহিলা কাউন্সিলর প্রার্থী লুৎফুন্নেছা দোভাষ বেবীর সমর্থনে ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের ছাত্র -যুব সমাজের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনীত ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সালাহউদ্দিন। সভায় বক্তারা আগামী ২৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত নৌকা,ঘুড়ি ও গ্লাস মার্কায় প্রার্থীদের বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।
কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিন: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী কফিল উদ্দিন খানের ট্রাক্টর প্রতীক ও মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়। এয়ার আলী মিয়া হাটে গত ৮ জানুয়ারি বিকালে কোরান খতম ও মিলাদ মাহফিল শেষে ফিতা কেটে নির্বাচনী অফিসের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিন খানকে নির্বাচিত করার আহবান জানান। বক্তারা বলেন, মেয়র প্রার্থী রেজাউল করিমকে নৌকা প্রতীকে ও কফিল উদ্দিন খানকে ট্রাক্টর প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

পূর্ববর্তী নিবন্ধঅসাধারণ কূটনৈতিক মিশন শেষে বঙ্গবন্ধুর ঘরে ফেরা
পরবর্তী নিবন্ধওপিএ লিটারেসি স্কুল ছাত্রদের মাঝে বই বিতরণ