নির্ধারণে গাউসিয়া কমিটি মহানগরের মতবিনিময় সভা

মাহে রমজানের কর্মসূচি

| সোমবার , ১৫ মার্চ, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

আসন্ন মাহে রমজানুল মোবারকের কর্মসূচি নির্ধারণ করতে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মতবিনিময় সভা গত ১৩ মার্চ বাদ মাগরীব আলমগীর খানকা শরীফে অনুষ্ঠিত হয়। মহানগর শাখার আওতাধীন থানা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মোহাম্মদ মাহাবুবুল আলম। সাধারণ সম্পাদক আল্লামা মুহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মীর মোহাম্মদ সেকান্দর মিয়া, তছকির আহমদ, মোহাম্মদ মনির উদ্দীন সোহেল, মোহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মনোয়ার হোসেন মুন্না, খায়র মোহাম্মদ, কাজী বাহাউদ্দীন ফারুক, হাজী আবু তাহের, ডা. আজিজ আহমেদ, মোহাম্মদ রাশেদুল মোমিন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইলিয়াস মুন্সী, নুর মোহাম্মদ কাদেরী, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইউসুফ মিয়া, মোহাম্মদ সালামত উল্লাহ, মোহাম্মদ আবদুল আলম আবদুল্লাহ, মোহাম্মদ নুরুল আখতার, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ সেকান্দর মিয়া, মোহাম্মদ দস্তগীর আলম, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ নঈম উদ্দীন, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ মোসলেম উদ্দীন, মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার, মুহাম্মদ সালামত আলী, এম. এ.নেওয়াজ, মোহাম্মদ জোবায়েদ উদ্দীন, মোহাম্মদ সাবের, মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, মোহাম্মদ আরিফ খতিবী, মোহাম্মদ জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে থানা কমিটির মাধ্যমে মাহে রমজানুল মোবারকের তোহফা বিতরণ, ২৮ শাবান স্বাগত র‌্যালি ও আন্‌জুমান পরিচালিত প্রতিষ্ঠানের মিসকিন ফান্ডের জন্য যাকাত-ফিতরা সংগ্রহ, ইফতার মাহফিল ও দাওয়াতে খায়র মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বঙ্গবন্ধুর আদর্শই দেশপ্রেমের বাতিঘর’
পরবর্তী নিবন্ধসুন্নীয়ত প্রতিষ্ঠায় ইমাম শেরে বাংলা স্মরণীয় হয়ে থাকবেন