‘বঙ্গবন্ধুর আদর্শই দেশপ্রেমের বাতিঘর’

বাকলিয়া আদর্শ বালিকা বিদ্যালয়ে সভা

| সোমবার , ১৫ মার্চ, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে এক আলোচনা সভা বাকলিয়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ পশ্চিম বাকলিয়া শাখার উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর শহিদুল আলম বলেন, আল্লাহর ইচ্ছায় বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধুর আদর্শই দেশপ্রেমের বাতিঘর। প্রজন্ম থেকে প্রজন্ম বাঙালি জাতি বঙ্গবন্ধুকে গভীরভাবে বাঙালির হৃদয়ে লালন করবে। জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মোবারকুল ইসলামের সভাপতিত্বে মহানগর যুবলীগের সদস্য হোসেন সরওয়ার্দী ও মুজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, পেয়ারু, মাঈনুদ্দিন, মাঈনুল কামাল, অধ্যাপক নাজিম উদ্দিন, তৌহিদুল আলম, এম এ হান্নান, মঞ্জু, কামাল আহমদ, ওমর ফারুক, ওয়াহিদুল ইসলাম কিরন, নজরুল ইসলাম, মহিউদ্দিন, হেলাল, আমজাদ হোসেন, ওমর ফারুক সনেট, নাহিদ রাজীব, শওকত ইরফান, নাসরিন মুন্নি, তানজিনা আক্তার, নাজিম দেওয়ান, গৌতম দাশ, আজিজুর রহমান, মিজানুর রহমান, শাকিল আরিফ, প্রবাল রায়, মাওলানা রফিক, রিয়াজ কাদের, সুহৃদয় বড়ুয়া শুভ, তৌহিদ, জয় মহাজন পাপ্পু, মিজবাহ উর রহমান, হাফেজ ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০৮ দিনে কোরআন হেফজ মরিয়মের
পরবর্তী নিবন্ধনির্ধারণে গাউসিয়া কমিটি মহানগরের মতবিনিময় সভা