নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন মেনে নেবে না

প্রস্তুতি সভায় ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি নিরপেক্ষ সরকারের অধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতেই হবে। যদি নিরপেক্ষ সরকার না থাকে, বিএনপি সে নির্বাচন মেনে নেবে না। নির্বাচন নিয়ে নতুন কোন তালবাহানা জনগণ মানবে না।

তিনি গতকাল বুধবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি ঘোষিত গণমিছিল সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে দেশের মানুষ বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার জন্য আন্দোলন করছে। এই আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত গণমিছিল পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হবে। আমরা আশা করবো, চট্টগ্রামের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন। তিনি নেতাকর্মীদের গণমিছিল সফল করতে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, আওয়ামী লীগ এখন চেষ্টা করছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সে ধরনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে। এজন্য তারা ইভিএম চালু করেছে। এই ইভিএম তাদের ভোট চুরির আরেকটা বড় হাতিয়ার। কী করে ভোট না পেয়েও নিজেকে নির্বাচিত ঘোষণা করা যায়- সেই ইভিএম তারা করছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করছে। কারণ আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। তারা জানে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে তারা জিততে পারবে না। তাই তারা নির্বাচনী ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে। জনগণ এখন ভোটকেন্দ্র বিমূখ হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধএম কফিল উদ্দিনকে স্মরণ
পরবর্তী নিবন্ধমা বাবা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক