নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমাবেশ

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০৪ পূর্বাহ্ণ

স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাকস্লোগানে গতকাল (১০ নভেম্বর) শহিদ নুর হোসেন দিবসে বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ নগরীর সিনেমা প্যালস চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়। বাসদ জেলা সদস্য আহমদ জসিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ, বাসদ জেলা সদস্য হেলাল উদ্দিন কবির। সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৭ সালের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলিতে শহিদ হয় শহীদ নূর হোসেন। রক্তে মাখা সেই স্লোগানের আন্দোলনের মধ্য দিয়ে সেদিন স্বৈরাচার শাসনের পতন ঘটে। আজ ৩৬ বছর পরে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে সেই স্বৈরতন্ত্র জনগণের বুকে চেপে বসেছে। বিনা ভোটে ও কারচুপির মাধ্যমে সরকার দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মহোৎসব চালাচ্ছে। দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই, সব পরিচালিত হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থে। মাফিয়া গডফাদারদের সন্ত্রাসী দৌরাত্ম্যে জিম্মি সমস্ত দেশ। জনগণের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয় সংগঠনে পরিণত করেছে সরকার। এই পরিস্থিতিতে আরো একটা পাতানো নির্বাচনের আয়োজন চলছে। আর বিরোধী দল ও মতামত দমনে পুলিশকে ব্যবহার করবার পাশাপাশি বিভিন্ন কালাকানুন প্রয়োগ করছে। গাজীপুরে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে আন্দোলনরত তিনজন গার্মেন্টস শ্রমিককে। সমাবেশে বক্তারা সংঘাত সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারের একগুঁয়েমিকে দায়ী করেন এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ এ্যায়াহিয়া
পরবর্তী নিবন্ধআগামীকাল বোয়ালখালীতে সন্তোষ-রেণুবালা মেমোরিয়াল মেডিক্যাল ক্যাম্প