নিমতলায় শহীদ মিনার-খেলাধুলার মাঠ চাই

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমরা চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিমতলা মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী। আমাদের স্কুল ও এলাকায় দেশের শ্রেষ্ঠ বীরসন্তানদের শ্রদ্ধা জানাতে কোনও শহীদ মিনার নেই। তাছাড়া, এই দুই স্কুলের ছাত্রছাত্রীদের খেলাধুলা বা শরীরচর্চার কোনও মাঠ নেই। তাই, মাননীয় মেয়র সাহেবের কাছে আকুল আবেদনআমাদের দুই স্কুলে যাতায়াতে নিমতলা রোড়ের পার্শ্বে আপনার সিটি কর্পোরেশনের পরিত্যাক্ত জায়গা রয়েছে।

উক্ত জায়গায় আমাদের ও ছাত্রছাত্রী ও এলাকাবাসীর সুবিধার্থে শহীদ মিনার ও খেলাধুলার মাঠ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল ও এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে বিনীত আবেদন জানাচ্ছি।

ইমতিয়াজ আলম রিপন

ছাত্র,

নিমতলা উচ্চ বিদ্যালয়,

বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজহির রায়হান : কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার
পরবর্তী নিবন্ধমানুষের পরিচয় তার মনুষ্যত্বে