নিবেদন শিল্পী সংসদের শ্রাবণ সন্ধ্যা

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

নিবেদন শিল্পী সংসদের শ্রাবণ সন্ধ্যা গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন সরকারী চারুকলা ইন্সটিটিউটের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, প্রধান আলোচক ছিলেন পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মিল্টন বড়ুয়া, প্রকৌশলী সুবিমল বড়ুয়া, প্রকৌশলী টিটু বড়ুয়া, সংস্কৃতি কর্মী ও সংগঠক সঞ্চয়ন বড়ুয়া, সুব্রত বড়ুয়া ও শিক্ষকবিষু কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দি টিটু। দলীয় সংগীত আজি ঝর ঝর বাদর মুখর দিনে উদ্বোধনী সংগীতের মাধ্যমেই শ্রাবণ সন্ধ্যা শুরু হয়। উপস্থাপনায় ছিলেন বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া নীপা ও ঐশী মজুমদার। সংগীত পরিবেশন করেন অর্ক নাথ, ঐশিকা মল্লিক, পূজা রায়, জানকি বড়ুয়া, রিমা দত্ত, নবনীতা বড়ুয়া, দীঘি বড়ুয়া, এহসাস রহমান গুড্ডু, প্রাচী মুৎসুদ্দী টুসি, সায়ন্তী বড়ুয়া, অনিন্দিতা বড়ুয়, অভয় বড়ুয়া, সুদীপ্তা চাকমা, সুজয়া চাকমা, রমনী মোহন বড়ুয়া, আদ্রিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া বাতাসী।

পূর্ববর্তী নিবন্ধ‘জীবনের অবেলায়’ মনোজ-নাদিয়া
পরবর্তী নিবন্ধচমকের অভিযোগ ভিত্তিহীন, ক্ষমা চেয়ে দেবেন ক্ষতিপূরণ