নিন্দিত শীতে

জসিম উদ্দিন মনছুরি | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

নিন্দিত শীতের নন্দিত বন্দনায়

কাঁপা কাঁপা ঠোঁটে

অবয়বহীন হিম শীতল দেহে

কাঁথা মুড়িয়ে উষ্ণতা খুঁজি।

আলিঙ্গনের সুড়সুড়িতে

নিন্দার জলোচ্ছ্বাসে

প্রিয়ার নন্দিত আহবানে

স্পন্দিত সুখের উল্লাসে

নেতিয়ে পড়ে

বেহেশতের কারুকাজ।

ক্রমে ক্রমে বাড়ে প্রেমের মৃদু মন্দ হাওয়া

উনুনের মতো জ্বলে উঠে

ভালোবাসার ছন্দ।

ঢেউয়ের পর ঢেউ আসে

মাতলামির আনন্দে।

শোকাচ্ছন্ন কূহেলিকার

কান্নার আয়োজনে

ব্যতীত অঙ্গে ঝরে পড়ে ব্যথা

নিস্তব্ধতা ভেঙ্গে

সন্ন্যাসীদের নৃত্যে।

পূর্ববর্তী নিবন্ধসত্যেন্দ্রনাথ ঠাকুর : লেখক ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধতোমার হাতের একটা করমচা