জনগণের স্বার্থে সরকারের মেঘা প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বাধীনতার পর এ সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে এরকম উন্নয়ন আর কোনো সরকারের আমলে হয়নি। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎসহ রাস্তা-ঘাটের উন্নয়ন চোখে পড়ার মতো। করোনা মহামারির পরবর্তী সময়ে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশেরও অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভিন্ন;কেননা অনেক মানুষ চাকুরি হারিয়েছে, লোকসানে কারো কারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বেহাল দশা। যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে নিঃসন্দেহে।
দেশের সাধারণ মানুষ মেঘা প্রকল্প, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম, চাহিদা সূচি, লক্ষ্যমাত্রা, প্রবৃদ্ধি বা অর্থনীতির সংজ্ঞা এরা বোঝেনা; এরা বোঝে অল্প আয়ে দু’বেলা দু’মুঠো ভাত ও ছেলে-মেয়েদের পড়াশোনা করে কোনরকম মানুষ করা। ছেঁড়া-কাঁথায় শুয়ে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন ওদের নেই। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি দেয়া প্রয়োজন।