চট্টগ্রাম নগরীর ড্রেন ও নালার কাজ দ্রুত সম্পন্ন হোক

| রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বৃষ্টির দিন ঘনিয়ে এলেই চট্টগ্রাম শহরের মানুষ জলাবদ্ধতার জন্য চরম দুর্ভোগের শিকার হয়। অল্প বৃষ্টিতেই শহরের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়। শহরের বেশিরভাগ ড্রেন ও নালা প্রশস্ত এবং উন্মুক্ত। এছাড়াও এগুলো আবর্জনায় পরিপূর্ণ থাকে। বৃষ্টি হলেই এখানে রাস্তা ও নালা আলাদা করা যায়না। তাই এই ড্রেন ও নালাগুলো হয়ে দাঁড়িয়েছে একেকটা মৃত্যুফাঁদ।

গতবছর এ মরণফাঁদে পড়েই মৃত্যু হয়েছে অনেকের। এত মৃত্যু ও দুর্ঘটনার পরেও নিরাপদ হয়নি এ শহরের ঝুঁকিপূর্ণ ড্রেন ও নালাগুলো। তবে এসব ড্রেন ও নালা অন্তত ঢাকা থাকলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমানো যেত। যেহেতু সামনে বর্ষাকাল আসছে, তাই ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য চসিক মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জান্নাতুল ফেরদৌস সায়মা
শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধযামিনী রায়: আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধনিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে