নিজের প্রস্তুতিতে ত্রুটি রাখছেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কুচকির ইনজুরিতে পড়ায় এক রকম অনিশ্চিত হয়ে পড়েছিল টেস্ট সিরিজে সাকিবের খেলা। তবে শেষ পর্যন্ত ইনজুরি মুক্ত হয়ে আবার অনুশীলনে নেমেছেন সাকিব। সে সাথে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই তার খেলা নিশ্চিত হয়েছে। যেহেতু ইনজুরিতে থাকার কারনে সতীর্থরা মাঠে অনুীশলন করলেও সাকিবকে থাকতে হয়েছে হোটেলে বিশ্রামে। আর সে ক্ষতিটা পুষিয়ে নিতে বিরামহীন অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাকিব। যে কারণে গতকাল দলীয় অনুশীলন না থাকলেও নেটে নিজেকে ঝালিয়ে নিলেন সাকিব। তার সঙ্গে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়া কালেফাতো।
ইনজুরিতে থাকায় গত শনিবার প্রথম অনুশীলন করেন সাকিব। নেট ও সেন্টার উইকেট মিলিয়ে সেদিন প্রায় ৫০ মিনিট ব্যাটিং করলেও বল হাতে নেননি। তবে গতকাল বোলিং অনুশীলনটাও শুরু করেছেন। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকালেই নেটে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাকিবের সঙ্গে তাসকিন আহমেদও ছিলেন মাঠে। তবে এই পেসারকে মূলত ফিটনেস ট্রেনিং করতেই দেখা গেছে। সাকিব নেটে যখন ব্যাট করছিলেন তখণ ব্যাটিং কোচ লুইস কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন তাকে। ব্যাটিং এর পর ৫ ওভারের মতো বোলিং করেন সাকিব। সেখানে ব্যাটসম্যান ছিলেন কোচ ডমিঙ্গো। পুরো সময়টায় তার দিকে সতর্ক চোখ ছিল দলের ফিজিওর। কারন এ মুহূর্তে সাকিবের ফিটনেসের উপর নজর রাখাটা খুব জরুরি মনে করছেন টিম ম্যানেজম্যান্ট। মূলত সাকিবের ফিটনেস লেভেল কোন পর্যায়ে আছে সেটা পরখ করতেই তার এই ব্যাটিং ও বোলিং অনুশীলন। আজ সোমবারও ফিজিও কালেফাতো তাকে পরখ করবেন। এরপর জানাবেন সাকিবের ম্যাচ ফিটনেসের অবস্থা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হচ্ছে বুধবার থেকে। তার আগে দলের আরও দুটি অনুশীলন সেশন পাবেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধরাব্বিদের ভবিষ্যতের জন্য গড়ে তুলছে বিসিবি
পরবর্তী নিবন্ধঅ্যান্ড্রয়েড অ্যাপে ‘স্লিপ টাইমার’