রাব্বিদের ভবিষ্যতের জন্য গড়ে তুলছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

প্রায় এক বছর আগে সবশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন চট্টগ্রামের ছেলে ইয়াসির আলি চৌধুরী রাব্বি। কিন্তু সে সিরিজে মাঠে নামা হয়নি এই টপ অর্ডার ব্যাটসম্যানের। এখনো টেস্ট অভিষেক হয়নি তার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট দলে জায়গা পেয়েছেন চট্টগ্রামের এই তরুন। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করছেন এই সিরিজ চট্টগ্রামের এই তরুনের জন্য ভাল একটা সুযোগ। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে তাকে খেলাবে তাহলে তার নতুন ক্যারিয়ার শুরু হবে। আর যদি একাদশে না থাকে তাহলেও সে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে। কারণ পরবর্তীতে যখন সুযোগ পাবে তখন যেন পরিবেশটা নতুন মনে না হয়। ভবিষ্যতের কথা মাথায় রেখেই স্কোয়াডটা বড় করা হয়েছে। যারা খেলার সুযোগ পাবে না তারা যেন টিমের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারে। তরুন রাব্বির পাশাপাশি আরেক তরুন হাসান মাহমুদকে নিয়ে অনেক আশাবাদী নির্বাচকরা। এ তরুণকে সম্ভাবনাময় পেসার হিসেবেই ধরছেন বাশার। তার বিশ্বাস হাসান মাহমুদের কাছ থেকে টেস্ট এবং সীমিত ওভারের ফরম্যাটে সমান সার্ভিস পেতে পারে বাংলাদেশ। খুব বেশি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেনি হাসান মাহমুদ। কিন্তু পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য খুব ভালো একটা ট্যালেন্ট। আমরা মনে করি হাসান মাহমুদের কাছে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি। বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই এ ধরণের পেসার কিন্তু আমাদের খুব দরকার যাদের বলে বাড়তি পেস থাকে। তার খুব ভালো ভবিষ্যত আছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল দুই দিক থেকেই ভালো সার্ভিস পাবে।

পূর্ববর্তী নিবন্ধমাইজপাড়া ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধনিজের প্রস্তুতিতে ত্রুটি রাখছেন না সাকিব