নিজেকে সংশোধন করি সমাজ পরিবর্তন হবে

মোহাম্মদ দেলোয়ার হোসেন | মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:০১ পূর্বাহ্ণ

আজ আমাদের নৈতিক চরিত্র চরম ভাবে অধঃপতিত, নীতি-নৈতিকতা আজ বিলুপ্তির পথে। তথ্য প্রযুক্তির অপব্যবহার ও নিয়ন্ত্রণহীনতার সুবাদে মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, ইলেকট্রনিক মিডিয়া গুলো প্রকাশ্যে অপ্রকাশ্যে শিশু কিশোর ও যুবক-যুবতীদের চরিত্র ধ্বংসের প্রতিযোগিতায় লিপ্ত। অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, শটতা, কপটতা, মিথ্যাচার, দুর্নীতি-স্বজনপ্রীতি, ধর্ষণ, খুন, ছিনতাই ইত্যাদি গর্হিত অপকর্ম আজ সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত। এ সবের প্রতিবাদ প্রতিকার ও প্রতিরোধের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। একটি আদর্শ ও কল্যাণময়ী সমাজ বিনির্মাণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করি, আসুন আমরা নিজেকে সংশোধন করি, সমাজকে পরিবর্তন করি।
লেখক: সমাজকর্র্মী

পূর্ববর্তী নিবন্ধশীতবস্ত্র বিতরণের এখনই উপযুক্ত সময়!
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠা করতে চাই আমাদের সত্যিকার বাংলাদেশ