নিখোঁজ দুই শিক্ষার্থী দেড় মাস পর কুমিল্লায় উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থেকে নিখোঁজ হওয়া দুই স্কুল শিক্ষার্থীকে প্রায় দেড় মাস পরে কুমিল্লার চান্দিনা থেকে উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুরে তাদেরকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল। তবে কীভাবে, কী অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে তা তাৎক্ষণিক জানায়নি। র‌্যাব জানিয়েছে, তারা কি অপহরণ হয়েছিলেন নাকি স্ব-উদ্যোগে আত্মগোপনে ছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর উপজেলার কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফিরেনি তামান্না আকতার (১৭) ও অর্পা মল্লিক (১৬) নামে দুই শিক্ষার্থী। দুজনই কুমিরা লতিফা সিদ্দিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তামান্না আক্তার উপজেলার দক্ষিণ মছজিদ্দা মাস্টার পাড়ার ফুরক মিস্ত্রীর বাড়ির মৃত মাসুদ মিয়ার মেয়ে আর অর্পা মল্লিক একই ইউনিয়নের ছোট কুমিরা ৩ নং ওয়ার্ড মছজিদ্দা এলাকার স্বপন মল্লিকের মেয়ে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচুনতিতে নির্বাচন পরবর্তী সংঘর্ষ, নারীসহ আহত ১৭