চৌরাশিয়ার বাঁশির মতো ইচ্ছেরা বেজেছে সুরে সুরে সারা রাত
ভোরে দেখি ভিজে আছে রাস্তাঘাট, মাঠ, থৈ থৈ জলের প্রপাত।
স্বপ্ন নয় তবু স্বপ্নের মতো মিঠে রোদ দিচ্ছে উঁকি
বাসনা নয় তবু আকাঙ্ক্ষারা অধীর চুম্বনমুখী
মনের অতল ছেঁকে কে আনে আঁজলা ভরা কনক আলো
নাচে ভৈরবী সুর বাজে মন্দ মধুর, পরাণ গহীনে লাগে ভালো।
হাওয়ায় মিশে আছে বুনো শ্বাস কারো চন্দন সুরভি বিলায়ে
অবয়বহীন তবু অনুভবে প্রবল উপস্থিতিটুকু ছড়ায়ে।
টের পাই কারো হাতের কর গ্রীবায় ঘটায় অলৌকিক বিষ্ফোরণ
ভালোবাসা বুঝি এমনই ইঙ্গিতময়, নিঃশব্দে নিঃশর্ত সমর্পণ।