নার্স

সাজিদুল হক | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

শুভ্র সেবিকার পড়ে না পা মাটিতে

মেঘের ডানায় উড়ে প্রাণের উচ্ছ্বাসে

গ্রহ নক্ষত্রে ছড়িয়ে আলো

আমাদেরই তৈরি এসব গাঙচিলের মিথ;

শাদা এপ্রোন আড়াল করে সকল আঁধার।

সারা অঙ্গে রূপ

লাল গোলাপের লোভ

প্রেমিক জড়িয়ে নেয় বাহু বন্ধনে;

শেষ পর্যন্ত থাকে না প্রেমিকা এপ্রোনের নার্স

পাখিটি ছিলোই ভালো খাঁচার জীবনে

মুক্ত দিগন্তে কি মেলে অফুরন্ত আকাশে?

মুদ্রার অপরপ্রান্তে শুধু অন্ধকার

রজনী পোহায় না হাজার রাতেও।

পূর্ববর্তী নিবন্ধকে ছিলাম যৌক্তিক
পরবর্তী নিবন্ধধুম্রজাল