নারী নেত্রী আয়শা খানমের ইন্তেকাল

| রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শনিবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। খবর বাংলানিউজের।
মালেকা বানু জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম। ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারালো।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহীরা আর নৌকায় উঠতে পারবে না : নানক
পরবর্তী নিবন্ধচোরাকারবারি থেকে উদ্ধার ১৪০ কচ্ছপ ফেনী নদীতে অবমুক্ত