নারী উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের সদস্যদের প্রণোদনা প্যাকেজ ও স্ট্যাটার্ট-আপসহ সব ধরনের ঋণ সহায়তা দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সম্প্রতি হোটেল আগ্রাবাদের ইছামতি হলে উইম্যান চেম্বার সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়ন নারীর অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তা বান্ধব। যার ফলে ব্যবসা বাণিজ্যসহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। চিটাগাং চেম্বার সভাপতি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের উন্নয়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সব সময় সাথে থাকবে। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, এফবিসিসিআইর ইতিহাসে বর্তমান সভাপতি নারী উদ্যোক্তাবান্ধব। তারই হাত ধরে এফবিসিসিআইর উদ্যোগে বাংলাদেশে প্রথম জাতীয়ভাবে এসএমই মেলার যাত্রা শুরু হয় এবং নারী উদ্যোক্তাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়নর ভাইস প্রেসিন্টে ডা. মুনাল মাহবুব, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশানা আলী, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, বেবী হাসান, প্রাক্তন পরিচালক শামিলা রিমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সিতারা রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিবে চবি
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের প্রদর্শনী