নাফিস কামালের ফেরা

| শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৯:৩৯ পূর্বাহ্ণ

এই দেশে এক শহর ছিলো/ শহরে এক রাস্তা ছিলো/ রাস্তার ধারে এক বাড়ি ছিলো/ বাড়ির নাম এলোমেলো…। কাওসার আহমেদ চৌধুরীর এমন গীতিকবিতায় গানটি সুর করেছেন নকীব খান আর সেটি কণ্ঠে তুলেছেন নবীন শিল্পী নাফিস কামাল। নব্বই দশকের শেষের দিকে এই গানটি ‘ইত্যাদি’তে প্রচারের পর সুপারহিট হয়। রাতারাতি তারকা বনে যান নাফিস। তার প্রথম অ্যালবাম ‘এলোমেলো’র শিরোনাম গান ছিলো এটি। এরপর দ্রুত সময়ের মধ্যে প্রকাশ হয় ‘অনুভবে একা’ নামের আরেকটি অ্যালবাম। সেটিও হিট। তবে তারপর আর সেভাবে গানে খুঁজে পাওয়া যায়নি এই তরুণ শিল্পীকে।
অবশেষে বিরতি ভেঙে আবারও নতুন গানে ফিরলেন নাফিস কামাল। গানটির নাম ‘ঋণী সমুদ্র’। গানটির ভিডিও সমপ্রতি উন্মুক্ত হলো অন্তর্জালে। গানটির কথা লিখেছেন মুর্তজা খান লোদি, সুর করেছেন তুষার রহমান, আর্ট ডিরেক্টর ছিলেন তামান্না তাসমীম ও গানটির ভিডিও সম্পাদনা করেছেন সাকিব নিলয়। নাফিস কামাল বলেন, দীর্ঘদিন নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকায় গানের ক্যারিয়ার থেকে একটু দূরে ছিলাম। ভাবতে ভালো লাগে, মানুষ এখনও আমার গান পছন্দ করে। শ্রোতাদের এই ভালোবাসা থেকেই দীর্ঘদিন পর আবার গানে ফিরলাম। নাফিস জানান, ‘ঋণী সমুদ্র’ ছাড়াও নতুন আরও কয়েকটি গান প্রকাশ করবেন শিগগিরই।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধমিস ওয়ার্ল্ডের মুকুট পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কার