নানিয়ারচরে নিয়ন্ত্রণ হারানো অটোরিকশা থেকে পড়ে যাত্রীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৬:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে নিয়ন্ত্রণ হারানো সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানিয়ারচর উপজেলায় চেঙ্গি ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এক পর্যটক পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানো একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়েন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) আনুমানিক বিকেল সাড়ে চারটায় রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ডাকবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির নানিয়ারচর সেতু দেখতে এসে সিএনজিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ব্যক্তির নাম চাইলাউ মারমা(৩৫)। চাইলাউ আসামবস্তি এলাকার রেজ্ঞা মারমার ছেলে।

সূত্রে আরো জানা গেছে, বিকালে নানিয়ারচর সেতু সংলগ্ন ডাকবাংলা এলাকায় অটোরিকশা(চট্টগ্রাম-থ ১২-২৪৯০) নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই এক যাত্রী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অটোরিকশা চালককে পাওয়া যায়নি।

এ ঘটনায় অপর ২ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন আসামবস্তি এলাকার ত্রাচিং মারমার ছেলে উসিমং মারমা ও একই এলাকার জহরলাল শীলের ছেলে পিন্টু শীল।

এ ঘটনায় স্থানীয়রা আহতদের দ্রুত চিকিৎসার জন্য নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা. দোলন দাশ বলেন, “চাইলাউ মারমাকে মৃত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। আহত উসাইমং ও পিন্টু শীলকে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছি। আশা করি তারা দ্রুতই সেরে উঠবেন।”

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, “বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। কিছুক্ষণ পূর্বে মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নানিয়ারচরের পাহাড়ি সড়কের আঁকাবাঁকা উঁচু-নিচু স্থানে সাবধানে গাড়ি চালানোর অনুরোধ জানিয়ে তিনি চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে কোর্টের মালখানা থেকে চুরি করা ইয়াবা সহ কন্সটেবল আটক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতার ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা