নাটক ‘বেহুলা পরম্পরা’

| শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেহুলা পরম্পরা’। স্বাধীন শাহ্‌’র রচনায় এটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম ও অভিনেত্রী ফারহানা মিলি। এর গল্পে দেখা যাবে, বেহুলা গরিব ঘরের মেয়ে। খবর বাংলানিউজের।

দূর্গাপুর গ্রামের জোতদার কাশিনাথের ছেলে রামনাথের সঙ্গে তার বিয়ে হয়। বাসর ঘরে হঠাৎ রামনাথ পাগলামী করতে থাকেন। ছোট ভাই চন্দ্রনাথের ঘরের দরজায় গিয়ে চিৎকার করেন। এরপর বাবা এসে তাকে বকাবকি করেন। বেহুলা ভয় পেয়ে যায়। মা সুলেখা দেবী দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন। কিছুক্ষণ পর চন্দ্রনাথ এসে যখন ওষুধ দেয় তখন রামনাথ শান্ত হয়। বেহুলা তখন বুঝে ফেলেন একজন নেশাখোর স্বামীর সঙ্গে সংসার করতে হবে তার! নাঈম-মিলি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন-শহীদুল্লাহ সবুজ, শিল্পী সরকার অপুসহ অনেকে। নির্মাতা জানান, আজ শুক্রবার বিজয়া দশমীর রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে ‘বেহুলা পরম্পরা’ নাটকটি প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধশাকিবকে দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধ৭৮ বছরে পঞ্চম বিয়ে করলেন রজার