বান্দরবানের সীমান্ত এলাকা থেকে এক নেপালি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের চাকঢালা সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশে দেন ১১ বিজিবির সদস্যরা। আটক ব্যক্তির নাম আমর তাপা, পিতা দর্জিদ বুড়া তাপা। তিনি নেপালের ২৪ গাদি গ্রামের বড়পা থানার জাজার কোট জেলার বাসিন্দা বলে স্বীকার করেছেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তি নেপালি। তিনি পাহাড়ের কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, নেপালী নাগরিক কেন মিয়ানমার সীমান্তে এসেছে খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, বিদেশি নাগরিক অবৈধভাবে সীমান্তে ঘোরাফেরা করছে–এমন খবর পেয়ে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।