নাইক্ষ্যংছড়িতে ৫৬ লাখ টাকা মূল্যের ৫১টি বার্মিজ গরু-মহিষ জব্দ

নাইক্ষংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকা মূল্যের ৪৯টি বার্মিজ গরু ও দুটি মহিষ মিলে মোট ৫১টি গবাদিপশু জব্দ করেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিল এলাকা থেকে এসব গরুমহিষ জব্দ করা হয়। বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অভিযান পরিচালনা করে ৪৯টি গরু এবং ২টি মহিষ সহ ৫১টি গবাদিপশু জব্দ করেছে। এগুলোর আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। তিনি এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মহাসড়কে উল্টে গেল আনারস বোঝাই ট্রাক
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পাহাড়তলীতে গ্রেপ্তার