সীতাকুণ্ডে মহাসড়কে উল্টে গেল আনারস বোঝাই ট্রাক

পৌনে তিন ঘণ্টা যানজট, ভোগান্তি

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে আনারস বোঝাই ট্রাক উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় পৌনে তিন ঘণ্টার এই যানজটে মহাসড়কের ঢাকামুখী সড়কে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় মহাসড়কের ঢালিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চালক ও তার সহকারী আহত হলেও তাদের বিস্তারিত নাম, পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকামুখি আনারস বোঝাই ট্রাকটি মহাসড়কের ঢালিপাড়া রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এতে ট্রাক চালক ও তার সহকারী আহত হওয়ার পাশাপাশি ট্রাকে থাকা আনারস সড়কের চারপাশে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরেই ঢাকামুখি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট মহাসড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। হাইওয়ে পুলিশ মহাসড়কে উল্টে পড়া ট্রাকটি সরিয়ে নিলে প্রায় পৌনে তিন ঘণ্টা পর যানজট স্বাভাবিক হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, মহাসড়কের ঢাকামুখি অংশে ট্রাক উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে যানজট স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধতিন ফেরি এলো কালুরঘাটে
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ৫৬ লাখ টাকা মূল্যের ৫১টি বার্মিজ গরু-মহিষ জব্দ