নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ

গুলিবিদ্ধ পাচারকারীর পলায়ন

নাইক্ষ্যংছড়ি ও উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় রেজুআমতলীর ওলা মিয়ার গোদারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে এ অভিযান চালানো হয়। জব্দ বিপুল ইয়াবার বাজার মূল্য অন্তত ৬ কোটি ৬০ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা। অভিযানকালে উখিয়ার পূর্ব ডেইলপাড়া গ্রামের ইয়াবা পাচারকারী হেলাল উদ্দিন (৩৪) গুলিবিদ্ধ হয়ে অন্য সহযোগীদের সঙ্গে পালিয়ে যায়। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, রেজু বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলীর গোদারপাড় এলাকায় অবস্থান নেয়। ওই এলাকা দিয়ে কয়েকজন লোককে হেঁটে আসতে দেখে দাঁড়ানোর সংকেত দেয়া হয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি গুলি চালায়। এতে ইয়াবা পাচারকারী হেলাল উদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ফেলে অন্যদের সঙ্গে পালিয়ে যায়। ফলে এসময় আর কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি ৫/৬ জন পাচারকারীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধচবিতে নেমে এল ১৫ ফুটের অজগর