নাইক্ষ্যংছড়িতে দুই অভিযানে ৪২ গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ২৩টি বার্মিজ গরু জব্দ করেছে বিজিবি। অপর এক অভিযানে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ১৯টি গরু আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির টহল দল বাংলাদেশ অভ্যন্তরে ঈদগড় কালীরছড়া নামক স্থান থেকে ২৩টি বার্মিজ গরু জব্দ করে। অপরদিকে নাইক্ষ্যংছড়ি থানার অলীক্ষ্যং মিরঝিড়ির একটি রাবার বাগানে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ১৯টি গরু জব্দ করে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মিয়ানমার থেকে চোরাই পথে আসা এসব গরু মালিকবিহীন অবস্থায় জব্দ করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কতৃপক্ষ ও নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা।

সূত্র আরো জানায়, এ পর্যন্ত বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাসে ৫ শতাধিক বার্মিজ গরু জব্দ করে।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে মাছ, পাড়ে পেঁপে চাষ পটিয়ার খরনা
পরবর্তী নিবন্ধগণতন্ত্রের জন্য কারও সুপারিশের দরকার নেই : পররাষ্ট্রমন্ত্রী